আদাবরে ছুরিকাঘাতে শ্রমিক খুন
১৫ জুলাই ২০১৮ ১৪:৩৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর আদাবরে ছুরিকাঘাতে বাসেত তালুকদার (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রোববার (১৫ জুলাই) সকালে শ্যামলী হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বাসেত তালুকদার দিন মজুর ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। শ্যামলীর শেখের টেক এলাকায় তিনি পরিবার নিয়ে থাকতেন।
আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, রোববার সকালে শ্যামলী হাউজিং এলাকায় কে বা কারা বাসেত তালুকদার নামে ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকদের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ বাসেতকে উদ্ধার করে অচেতন অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কারা বা কি কারণে বাসেতকে ছুরি মেরেছে সে ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে আশেপাশের লোকজনের কাছ থেকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
ময়নাতদন্তের জন্য বাসেতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এনএইচ