Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে ২৩০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:১৬

উদ্ধার করা ভারতীয় সিরাপসহ বিজিবি সদস্যরা। ছবি: সারাবাংলা

বেনাপোল: সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ২৩০ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপ উদ্ধার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ ডিসেম্বর) পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৩০ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অন্যান্য সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর