নোয়াখালী: বিজয়ের ৫৫ বছরে পা রাখলো বাংলাদেশ। এই মহান বিজয় দিবসকে স্মরণীয় করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার ছাত্রশিবিরের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় আন-নুর চক্ষু হসপিটালের সার্বিক সহযোগিতায় নোবিপ্রবির পাশে অবস্থিত নোয়া প্রযুক্তি হাউজিং মাঠে এ আয়োজন করা হয়।
নোবিপ্রবি শিবিরের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও চিকিৎসা নেন স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ।
নোবিপ্রবি শিক্ষার্থী ওয়াহিদ জানান, পড়াশোনা ও নানা ব্যস্ততার কারনে চোখের নানা জটিলতা থাকার পরেও ডাক্তার দেখানো সম্ভব হয়নি। বিজয় দিবসের এ চিকিৎসা ক্যাম্পের কারনে বিনামূল্যে ডাক্তার দেখানো, চক্ষু পরিক্ষা ও ফ্রি মেডিসিন পেয়ে তিনি শিবিরের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
স্থানীয় এলাকাবাসী আব্দুল মালেকও এসেছেন এখানে চিকিৎসা নিতে। তিনি অনেকদিন পর্যন্ত বয়সের কারনে চোখের নানা সমস্যায় ভুগছেন। তিনি ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যহত রাখার আহবান জানান।
নোবিপ্রবি শিবিরের এ চক্ষু চিকিৎসা ক্যাম্প থেকে দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এমন উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।