ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন দেশে ফিরতে পারবে না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। সন্ধ্যা ৬টা থেকে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি বেতার ও টেলিভিশনে একযোগে সম্প্রচার করে।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি চায় নির্বাচনের আগেই তারা দেশে ফিরে আসতে। নির্বাচন হয়ে গেলে পরাজিত ফ্যাসিস্ট শক্তির দেশে ফেরার পথ বন্ধ হয়ে যাবে। সেই জন্য তারা নির্বাচনে আগে ফিরতে চায়। আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন দেশে ফিরতে পারবে না।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংযম বজায় রাখুন। অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেরোরিস্টরা, যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণের শুরুতে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে বিজয়ের উষ্ণ শুভেচ্ছা জানান তিনি। বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা আর লাখো শহিদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন দেশ ও লাল-সবুজের পতাকা। মুক্তিযুদ্ধের লড়াই-সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের এই অবদান আমাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ও সাহস যোগায়, সব সংকট-সংগ্রামে দেখায় মুক্তির পথ।
উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। তাই আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন দেশে ফিরতে পারবে না।