ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদীর তরুয়ার বিলে পানির মধ্য থেকে উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাব-১১ নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ‘ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় মো. ফয়সাল (২৫) নামে আরও একজনকে আটক করা হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়ার অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড এমুনিশন।
এর আগে, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর হাদির অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রধান আসামি ফয়সালকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।