ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের দুইটি শূন্য পদে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. হানিফ ভুঁইয়া ও মো. সাজেদুল ইসলাম শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) ডিএসইর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএসই’র ৬৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হবেন।
এর আগে, গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
ডিএসই’র পরিচালনা পর্ষদের দুইটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য ডিএসই’র পরিচালনা পর্ষদ ১৪ অক্টোবর অবসরপ্রাপ্ত বিচারপতি (বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন) মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম এবং ড. মো. জহিরুল ইসলাম।
নির্বাচন কমিশন দুজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৮ অক্টোবর নির্বাচনি তফসিল ঘোষণা করেন। তফসিল অনুসারে ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ে রেপিড সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. হানিফ ভূইয়া এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. সাজেদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন।
উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জের ৬৪তম বার্ষিক সাধারণ সভায় মোহাম্মদ শাহজাহান এবং মো. শাকিল রিজভী দুজন শেয়ারহোল্ডার পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করবেন।
মো. হানিফ ভূঁইয়া বাংলাদেশের পুঁজিবাজারের একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি পুঁজিবাজারের সঙ্গে দীর্ঘদিন যাবত সম্পৃক্ত থেকে শেয়ার ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। মো. হানিফ ভুঁইয়া ১৯৯৫ সালে ডিএসই’র সদস্য হিসেবে কাজ শুরু করেন এবং ২০০৬ সালে ডিএসই’র করপোরেট সদস্য রেপিড সিকিউরিটিজ লি. নামে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তিনি ওই ব্রোকারজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক।
অন্যদিকে, পুঁজিবাজার বিশ্লেষক মো. সাজেদুল ইসলাম ২০০৬ সাল থেকে পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত হয়ে ব্যবস্যা পরিচালনা করে আসছেন। তার শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ১৯৯৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ অর্জন করে। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।