Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াই ঘণ্টা পর লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮

আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ঢাকা: রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘বিকেল চারটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। দুপুর ১টা ৩০ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়ে ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। একে একে ফায়ার সার্ভিসের লালবাগ, হাজারীবাগ, পলাশী ও সিদ্দিকবাজারের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করি।’

বিজ্ঞাপন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। কী কারণে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি।’

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর