Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও মাদকসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:০১

আটক ব্যক্তিদের চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: সারাবাংলা

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ৩ ইস্ট বেঙ্গল ইনফ্যান্ট্রির নেতৃত্বে যৌথবাহিনী চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডাকাতির প্রস্তুতিকালে মো. হানিফ (২৬), মোবারক হোসেন (৩৩), কাউসার (২৫), জুয়েল (৩৪) ও সোহেল (২২)— এ পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট, একটি দা, একটি চাইনিজ কুড়াল, ছয়টি দেশীয় অস্ত্র, একটি বৈদ্যুতিক টেজার, একটি সুইচ ব্লেড এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তি, উদ্ধার করা অস্ত্র ও মাদক এবং অন্যান্য সরঞ্জামাদি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদক দমনের লক্ষ্যে অসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কুমিল্লা সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ডাকাতির প্রস্তুতির সময় যৌথবাহিনী দেশীয় অস্ত্রসহ পাঁচজকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনি প্রক্রিয়া শেষ করে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর