Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশান থানার মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:০৭

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন

ঢাকা: এবার গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক মোজাম্মেল হক মামুন গত ১১ ডিসেম্বর গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, গ্রেফতার আসামিদের জবানবন্দি ও স্থানীয় তদন্তে জানা গেছে, সুমাইয়া জাফরিন নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয় ছিলেন। তিনি দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে দেশবিরোধী প্রচারণায় অংশ নেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তিনি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অর্থ সহায়তা দিয়েছেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রভাবশালী নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। সারাদেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের সংগঠিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

এর আগে, ৬ আগস্ট সুমাইয়া জাফরিনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় করা মামলায় গ্রেফতার করা হয়। পাঁচ দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এআই ছবি চেনার কিছু সহজ উপায়
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:০৭

আরো

সম্পর্কিত খবর