Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন শুরু ২১ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী ২১ ডিসেম্বর, যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

এতে আরও বলা হয়েছে, নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

যে সকল দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাংলাদেশ ইত্যাদি।

মোট নিবন্ধন করেছেন (রাত আটটা পর্যন্ত) চার লাখ ৬৭ হাজার ৮৪০ জন, যা প্রতি মুহূর্তে বাড়ছে।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর