Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৯

জেলার সদর উপজেলা ও গোয়ালন্দ থেকে তিনটি দল খেলায় অংশ নেন। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: বিজয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢোলের তালে মুহুর্মুহু আঘাত, প্রতিরোধের খটখট শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী শহিদ খুশি রেলওয়ে মাঠে খেলা দেখতে গ্রাম ও শহরের বিভিন্ন বয়সের নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। জেলার সদর উপজেলা ও গোয়ালন্দ থেকে তিনটি দল খেলায় অংশ নেন।

লাঠিখেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় স্থানীয় সরকারের উপপরিচালক ড. মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, (রাজস্ব) শ্যমল চন্দ্র বসাক, (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে-সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।

বিজ্ঞাপন

লাঠিখেলা দেখতে আসা সৌরভ, রনি, মেহেদীসহ একাধিক দর্শনার্থীরা জানান, এক সময় গ্রামবাংলার বিভিন্ন এলাকায় নিয়মিত লাঠিখেলা অনুষ্ঠিত হতো। বর্তমানে পৃষ্ঠপোষকতার অভাবে খেলাটি বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় দক্ষ খেলোয়াড়ও হারিয়ে যাচ্ছে। তারা এই ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার দাবি জানান।

প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে লাঠিখেলাটি আয়োজন করা হয়েছে। খেলায় যারা অংশগ্রহণ করছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা অনেক সুন্দর খেলে। কয়েকশ মানুষ আজ প্রাচীন এই খেলা উপভোগ করেছেন, যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সহায়ক হবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা
১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৯

কনার গানে নোরা ফাতেহির নাচ
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর