সুনামগঞ্জ: সুনামগঞ্জের সুরমা নদীতে পুলিশের বিশেষ অভিযানে ৩১টি ভারতীয় গরুসহ দুজন আটক করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের লঞ্চঘাট এলাকার সুরমা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ সদর থানার তথ্য মতে, দোয়ারা বাজারের উপজেলার সীমান্তবর্তী এলাকা বোগলা বাজার থেকে নদীপথে অবৈধভাবে গরু পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সুরমা নদীতে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এসময় সন্দেহজনক একটি স্টিলের নৌকায় তল্লাশি চালিয়ে নৌকাটিতে থাকা ৩১টি গরুর সঙ্গে কোনো ধরনের বৈধ কাগজপত্র কিংবা ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় গরুগুলো জব্দ করা হয়। এসময় দুজনকে আটক করে পুলিশ।পুলিশের ধারণা, আটক গরুগুলো ভারত থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আটক গরু ও নৌকাটি আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।