Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শত ষড়যন্ত্র করেও বিএনপিকে ধ্বংস করা যায়নি: আব্দুস সালাম পিন্টু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২২:০৯

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘শহিদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। তিনি দেশকে একটি শক্তিশালী দেশে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৭১ সাল থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছিলো, তা আজও চলছে। যে ষড়যন্ত্র শহিদ জিয়াকে ধ্বংস করেছে, বেগম খালেদা জিয়াকে পয়জনিং করে ধ্বংস করতে চেয়েছে, বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে। আজও ষড়যন্ত্র চলছে।’

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বিজয় উৎসবে জেলা শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আপনারা বিএনপির আদর্শকে ধারণ করে আছেন বলেই শত ষড়যন্ত্র করেও বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। আগামীতেও সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।’

আব্দুস সালাম পিন্টু আরও বলেন, ‘মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারে নাই। গণতন্ত্র ছিল না। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। প্রশাসনিক দুর্বলতার কারনে হামলা করা হচ্ছে, হত্যা করে ভীতি সঞ্চারের চেষ্টা চলছে।‘

আব্দুস সালাম পিন্টু আরো বলেন,টাঙ্গাইলে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিদেশ থেকে টাকা পাঠানো হচ্ছে বিএনপি প্রার্থীকে পরাজিত করতে। কারা কারা টাকা নিচ্ছেন সব খবরই আছে। যারা ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর)আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের জনক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, আর শেখ মুজিব জাতিকে দ্বিধা বিভক্ত করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি বহু আকাঙ্খিত নির্বাচন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারে নাই। পছন্দের সরকার গঠন করতে পারে নাই। মানুষ তার অধিকার ফিরে পেতে চায়।

টুকু আরও বলেন, ‘দেশনায়ক তারেক রহমান বলেছেন,বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়। তারেক রহমান স্লোগান দিয়েছেন, দিল্লি নয়,পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশপ্রেমিক। আমাদের নেতা তারেক রহমানের মধ্যেও দেশপ্রেম রয়েছে। কাজেই বিজয় আমাদেরই হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।’

টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আহবায়ক বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, ফেডারেশনের সদস্য সচিব মমিনুল হক লাভলু, শ্রমিক ফেডারেশনের সহ-সদস্য সচিব উদয় লাল গৌড় প্রমুখ।

বিজ্ঞাপন

ভারতীয় গরুসহ দুজন আটক
১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫

আরো

সম্পর্কিত খবর