Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় লিঙ্গের রানী ফের রংপুরের ভোটের মাঠে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ০৯:২১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১১:৩২

মনোনয়নপত্র তুলেছেন তৃতীয় লিঙ্গের নেত্রী আনোয়ারা ইসলাম রানী

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন তৃতীয় লিঙ্গের নেত্রী আনোয়ারা ইসলাম রানী। তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রথম ট্রান্সজেন্ডার প্রার্থী হিসেবে পরিচিত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা নির্বাচন অফিস থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘জনগণের ভালোবাসা এবং উৎসাহে উদ্বুদ্ধ হয়ে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি। কোনো ক্ষমতার জোরে বা দলীয় ছায়ায় নয়, শুধু মানুষের বিশ্বাস এবং ন্যায়ের শক্তিকে সঙ্গী করে রাজনীতিতে এসেছি। আমি সুবিধাভোগী হতে আসিনি, এসেছি মানুষের কথা বলার জন্য, অবহেলিতদের কণ্ঠস্বর হওয়ার জন্য।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমার কোনো পিছুটান নেই। তাই পুরো সময়, শক্তি এবং দায়বদ্ধতা উৎসর্গ করব রংপুর-৩ আসনের মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায়। এটি আমার ব্যক্তিগত সংগ্রাম নয়, একটি মানবিক ন্যায়ের আন্দোলন।’

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কর্মহীন বেকার যুবক-যুবতীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, যাতে তারা নিজ দেশেই স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এই নির্বাচন আপনাদের। আপনাদের একটি ভোট হতে পারে ভয়ের রাজনীতির অবসান এবং সাহসী, মানবিক পরিবর্তনের সূচনা।’

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জানান, বুধবার দুপুর পর্যন্ত জেলার ৬টি আসনে কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ বা জমা দেননি। তবে বিকেলে রংপুর-৩ আসনে আনোয়ারা রানী স্বতন্ত্র হিসেবে ফরম তুলেছেন। মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, এর মধ্যে অন্য প্রার্থীরা আসবেন বলে আশা করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুসারে, রংপুরে মোট ভোটকেন্দ্র ৮৭৩টি এবং ৬ আসনে ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। রংপুর-৩ আসনে ভোটার প্রায় ৪ লাখ ৫০ হাজার, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য।

জানা গেছে, আনোয়ারা ইসলাম রানী (৩২) রংপুরের স্থানীয় বাসিন্দা এবং তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের একজন সক্রিয় নেত্রী। স্কুল ড্রপআউট হলেও তিনি সমাজসেবা এবং অধিকার আন্দোলনে সক্রিয়। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০২৪) তিনি রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীকে লড়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন। সেই নির্বাচনে তিনি বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার প্রার্থী হিসেবে আলোচিত হয়েছিলেন এবং সমাজের প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। জুলাই বিপ্লবের সময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং নিজের সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করে আসছেন।

রংপুর-৩ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপির শামসুজ্জামান সামু, জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে এই আসনে জাতীয় পার্টির জিএম কাদেরের নাম শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

শীতের উষ্ণতার সঙ্গে বাহারি টুপি
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর