Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসই’র ইনফরমেশন হেল্প ডেস্ক উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৩০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি-এর তথ্যসেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক স্থাপন করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ইনফরমেশন হেল্প ডেস্কটি ডিএসইতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, প্রধান রেগুলেটরি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়াসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) পিএলসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধন অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান বলেন, ইনফরমেশন হেল্প ডেস্কের মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রদান আরও সহজ হবে এবং বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের বিভিন্ন জিজ্ঞাসার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে ডিএসই’র সেবার মান আরও গ্রাহকবান্ধব ও স্বচ্ছ হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই হেল্প ডেস্ক ডিএসই’র বাজার অংশগ্রহণকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুঁজিবাজার সংক্রান্ত সকল ধরনের তথ্যের জন্য যোগাযোগের নম্বর +৮৮-০২-৪১০৪০১৮৯, ০৯৬৬৬৭০২০৭০।

সারাবাংলা/একে/এনজে