Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার টানা ৫ দিন নির্বাচনি মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনী

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭

ছবি: সংগৃহীত

‎ঢাকা: ‎আসন্ন জাতীয় সংসদ ও গণভোট উপলক্ষ্যে এবার আইনশৃঙ্খলা বাহিনী ৫ দিনের জন্য মোতায়েন করা হবে। ১২ ফেব্রুয়ারি এ নির্বাচন হবে। সেক্ষেত্রে ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে নিয়োজিত থাকবে।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ‘আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিপত্র’ জারি করেছে নির্বাচন কমিশন।

‎পরিপত্রে ‘নির্বাচনকালীন মোতায়েনের বিষয়ে বলা হয়েছে: আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল ছাড়া সকল বাহিনী ভোটের সময় ৫ দিন (নির্বাচন পূর্ব ৩ দিন, নির্বাচন অনুষ্ঠানের দিন এবং নির্বাচন পরবর্তী ১ দিন) মোতায়েন থাকবে।

‎আনসারদের জন্য এ সময় হবে ৬ দিন (নির্বাচন পূর্ব ৪ দিন, নির্বাচন অনুষ্ঠানের দিন এবং নির্বাচন পরবর্তী ১ দিন)।

বিজ্ঞাপন

‎এই সময়কালের মোতায়েনের জন্য কমিশন প্রচলিত নিয়মে বাজেট বরাদ্দ করবে বলে পরিপত্রে জানানো হয়।

‎এছাড়া পরিপত্রে আরও বলা হয়েছে, এবারের নির্বাচনে পৌনে ১৩ কোটি ভোটার রয়েছে। ৩০০ আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২ লাখ ৬০ হাজারের মতো ভোটকক্ষ থাকবে।

‎প্রাথমিক সভায় ভোটের আগে-পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে এবং ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য রাখার পরিকল্পনার কথা জানানো হয়।

‎আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখের বেশি সদস্য ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ভোটকেন্দ্রের দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যাই হবে সাড়ে ৫ লাখের মত। সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড রয়েছে।

‎অপারেশনাল মোতায়েন- আইন-শৃংখলা রক্ষায় বাহিনীগুলোর মোতায়েনের প্রক্রিয়া:

  • ‎তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পরবর্তী ৭ দিন পর্যন্ত স্বাভাবিক (বর্তমানে চলমান) মোতায়েন থাকবে।
  • আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল ছাড়া সকল বাহিনী ভোটের সময় ৫ দিন (নির্বাচন পূর্ব ৩ দিন, নির্বাচন অনুষ্ঠানের দিন এবং নির্বাচন পরবর্তী ১ দিন) মোতায়েন থাকবে। আনসারদের জন্য উক্ত সময় হবে ৬ দিন (নির্বাচন পূর্ব ৪ দিন, নির্বাচন অনুষ্ঠানের দিন এবং নির্বাচন পরবর্তী ১ দিন)। এই সময়কালের মোতায়েনের জন্য কমিশন প্রচলিত নিয়মে বাজেট বরাদ্দ করবে।

স্থায়ী মোতায়েন

কেন্দ্র অধিক্ষেত্রভিত্তিক (শুধুমাত্র ভোটের সময়কালে ৫ দিনের জন্য বিশেষ মোতায়েন)। স্থায়ী/অস্থায়ী চেক পোস্ট (তফসিল ঘোষণার পর থেকে সম্পূর্ণ সময়ের জন্য)।

থাকছে মোবাইল মোতায়েন

টহল/ আভিযানিক দল (তফসিল ঘোষণার পর থেকে সম্পূর্ণ সময়ের জন্য)। আর স্ট্রাইকিং ফোর্স (সম্পূর্ণ সময়; বিশেষ করে ভোটের দিন)। সেসঙ্গে সংরক্ষিত ফোর্স (তফসিল ঘোষণার পর থেকে সম্পূর্ণ সময়ের জন্য) এলাকা ভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর