Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ভবন থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মালিক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫

উদ্ধার হওয়া ইয়াবা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নির্মাণধীন একটি ভবনে অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই ভবনের মালিককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নগরীর পতেঙ্গা থানার কাটগড় ধুমপাড়া এলাকায় র‌্যাবের একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতার মো. নাছির ওরফে নাছিম (৫০) নগরীর উত্তর পতেঙ্গা পূর্ব কাটগড় এলাকার বাসিন্দা।

র‌্যাব-চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নির্মাণাধীন ভবনটির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে একটি কালো ও নীল রঙের কাঁধ-ব্যাগে ইট সদৃশ পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় ১৫টি প্যাকেট থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ভবন মালিক নাছির দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির জানিয়েছেন, তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে কমদামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে আসেন। এখানে মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন।

গ্রেফতার নাছিরের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকসহ দুইটি মামলা আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর