খুলনা: ভারতের মাটিতে বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় এবং বাংলাদেশের ওপর অব্যাহত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘খুলনায় মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোট।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আন্দোলনকারীরা নগরীর সামসুর রহমান রোডের ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অবস্থান নেন।
কর্মসূচির সময় ‘হাদির গায়ে গুলি কেন, ভারত তুই জবাব দে’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ভারত যদি বন্ধু হও, খুনি হাসিনাকে ফেরত দাও’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা খুলনার রয়েল মোড়ে অবস্থান নেন এবং পরে মিছিল সহকারে কমিশন অভিমুখে যাত্রা শুরু করেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে এসে জড়ো হন তারা। এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে ব্যারিকেড দেয়। সেখানে আন্দোলনকারীরা কিছু সময় অবস্থান নিয়ে বিকেল পৌনে ৫টার দিকে ফের মিছিল সহকারে রয়েল মোড় চত্বরে এসে কর্মসূচি শেষ করেন।