Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচনের ও নিরাপত্তা প্রস্তুতি কূটনীতিকদের জানাল সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

ঢাকা: আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের অবহিত করল সরকার। সরকারের পক্ষে ব্রিফ করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য একটি সভা আয়োজনের মাধ্যমে তাদের সার্বিক হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশী দূতাবাসগুলোকে অবহিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় ৪ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

সভায় আগত কূটনীতিকদের জানানো হয়েছে, এ নির্বাচন কমিশন বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবেন। বিদেশি কূটনীতিকদের এই সময়ে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন আয়োজনে স্বশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আইন শৃংখলা রক্ষার্থে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছেন। এছাড়া এই প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর