Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরিকদের আসন ছাড়ে বিএনপির সিদ্ধান্ত শুক্রবারের মধ্যেই

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৪১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য কতটি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হবে— সে বিষয়ে আগামীকাল শুক্রবারের (১৯ ডিসেম্বরের) মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিএনপি। তবে এরই মধ্যে ঘোষিত দলীয় প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে। এর অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার দলের সিনিয়র নেতারা ১০০ জন মনোনীত প্রার্থীর সঙ্গে বৈঠক করেন। এদিন সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনীত প্রার্থীরা উপস্থিত হতে শুরু করেন।

বিজ্ঞাপন

দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে নির্বাচনি প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ের কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিন দিনব্যাপী এই মতবিনিময় সভার বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এ পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৭২টি আসনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর