Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৬৮

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় শটগান, ককটেল, দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই বিশেষ অভিযানে ৯৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত ১ হাজার ৭৪ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে একটি শটগান, একটি বিদেশি রিভলবার, একটি পাইপগান, একটি এলজি, আটটি ককটেল, পাঁচটি গুলি, ৯টি কার্তুজ, বিস্ফোরিত ও অবিস্ফোরিত ছয়টি গ্যাস সেল, ১২টি দেশীয় অস্ত্র ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করার কথা জানায়।

এর আগে, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে গত ৮ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর