বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বগুড়ায় স্বাগত মিছিল করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে সাতমাথা দিয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, সম্পাদকমন্ডলী শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, নাহিদুর রহমান নাহিদ, আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শাফিন, টফিন, মায়শুকুর রহমান রিয়েল, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, এস এম রিপন, সুজাউল ইসলাম সুমন, আল-আমিন শানু, কামাল হোসেন, সাব্বির আহম্মেদ, রেদওয়ানুল হক হৃদয়, মাসুম মিয়া, সোহাগ মাহমুদ, আবু জাফর, আব্দুল্লাহ আল মাহমুদ প্রিন্স, জুম্মান শেখ, শফিকুল ইসলাম শফিক, মাহাতাব, মামুনুর রশীদ মামুন, শাকিল হোসেন, মোমিন, সদস্য সাব্বির হোসেন, চপল, মোহিন মিজান, সজল হোসাইন রহমতসহ শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।