Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৯

জাতীয় প্রেস ক্লাব। ফাইল ছবি

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনসহ সব সদস্যের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জানানো যাচ্ছে যে, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’-এর সব সভাপতি পদপ্রার্থী, একজন বাদে সব সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্যকারণবশতঃ নির্বাচন স্থগিত করার লিখিত আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িককালের জন্য স্থগিত ঘোষণা করছে।

বিজ্ঞাপন

নির্বাচনের পরবর্তী পদক্ষেপ যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর