Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যের কা‌ছে ধার নি‌য়ে রিজার্ভ বাড়া‌বো না: গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১

-ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আমা‌দের রিজার্ভ আমরাই বাড়া‌বো। অন্যের কা‌ছে টাকা ধার নি‌য়ে রিজার্ভ বাড়া‌বো না।

বৃহ‌স্পতিবার (১৮ ডি‌সেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনে আয়োজিত এক সে‌মিনারে তিনি এ কথা বলেন।

গভর্নর ব‌লেন, আমরা একটা খারাপ সময় থে‌কে উন্ন‌তির দি‌কে যা‌চ্ছি। সাম‌নে নির্বাচনে আমা‌দের অর্থনী‌তি ভে‌ঙ্গে যা‌বে না। আমা‌দের রিজার্ভ আমরাই বাড়া‌বো। অন্যের কা‌ছে ধার নি‌য়ে রিজার্ভ বাড়া‌বো না। আইএমএফ আমা‌দের টাকা দেয়‌নি। আমা‌দের তো কোনো সমস্যা হ‌চ্ছে না।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর