ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৭৬টি চোরাই মোবাইল, মোবাইলের যন্ত্রাংশ ও দুই কার্টুন সিরিঞ্জসহ চীনা নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন- ওয়াং ইওয়জিয়ান (৩৩) ও আলফাত হোসেন শুভ (২৬)। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তালেবুর রহমান বলেন, গতকাল বুধবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে ডিবি সাইবার বিভাগ (উত্তর) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম এবং অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকে যৌথ অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে একজন চীনা নাগরিক ও এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তাদের থেকে বিভিন্ন মডেলের ৪৫ টি আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের ৩১টি অ্যান্ড্রয়েড ফোন, ১০টি মোবাইল ফোন ডিসপ্লে, একটি ল্যাপটপ, মোবাইল চেকারবোর্ড, ফোনের ব্যাটারি বুস্টার, ফোনের টুলবক্স, ফোনের কেসিং, দুই কার্টুন ইনজেকশন সিরিঞ্জ ও একটি টাকা গণনার মেশিন জব্দ করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।