ইবি: নীলফামারী জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি রাউফুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন এবং আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন। এছাড়া ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রব্বানী ও সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহমেদসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল, চিরকুট ও কলম দিয়ে বরণ করা হয় এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ‘ক্রেস্ট’ দেওয়া হয়।
অনুষ্ঠানে মাসুম বিল্লাহ আল ইকবাল ও সামিহা তাহমিদার যৌথ সঞ্চালনায় অধ্যাপক ড. আরমিন খাতুন বলেন, ‘আজকের আয়োজনে আমার জেলার শিক্ষার্থীদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও দিকনির্দেশনার মনোভাব দেখেছি, তা সত্যিই অনবদ্য। নবীনরা যেন সঠিক পথে চলার গাইড লাইন পায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় এমন এক জায়গা যেখানে ভালো-মন্দ উভয় পথই খোলা থাকে, কিন্তু কোন পথে চলবে, সেই সিদ্ধান্ত নিতে হবে নিজের বিবেক ও শিক্ষার আলোয়। আর এই জায়গায় জেলা সমিতিগুলো নবীনদের প্রথম আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।‘
অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নিজেকে আত্মস্থ করো, চিন্তা করো এবং সেই অনুপাতে এগিয়ে চলো। বিদায়ীরা পাঁচ বছর ধরে যে পরিশ্রম করেছে, এখন তাদের সামনে শুরু হচ্ছে নতুন এক সংগ্রামের সময়। নিজেদের ক্যারিয়ার গঠনে মনোযোগী হও, সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নাও এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখো। ইসলামী বিশ্ববিদ্যালয় তোমাদের সফলতা প্রত্যাশা করছে।’