বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি মো. জিয়াউল হাসান তালুকদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তাঁতী লীগ নেতা জিয়াউল হাসান উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মৃত মোতাহার তালুকদারের ছেলে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, তদন্তপ্রাপ্ত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।