Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২২:১৮

নরসিংদী: ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।

র‍্যালি শেষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জনশক্তি রফতানিবিষয়ক ১৭টি স্টলে সাজানো দিনব্যাপী অভিবাসন মেলার উদ্বোধন ও পরিদর্শন করেন অতিথিরা। পরে নিরাপদ বিদেশ গমনের লক্ষ্যে আলোচনাসভা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুঁথি পাঠের মাধ্যমে বিদেশযাত্রার নানা বিষয়ে সচেতন করা হয়।

বিজ্ঞাপন

আলোচনা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো একজন নারী ও একজন পুরুষ এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী তিনটি ব্যাংককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক এ কে এম. দাউদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, বিভিন্ন এনজিও, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।