খুলনা: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক মিলন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন সালুয়া বাজারে এ ঘটনা ঘটে। শলুয়া বাজার এলাকার মোঃ. বজলুর রহমানের ছেলে। সে ওই এলাকার মো. বজলুর ছেলে। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩০) নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা জানান, রাতে মিলন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দেবাশীষ বিশ্বাস খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।