ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এ আয়োজন সফল করতে সমমনা সংগঠন জিয়া পরিষদও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
গণসংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা এবং জিয়া পরিষদের সবপর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতে ২০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে আহ্বায়ক, এম জহির আলীকে যুগ্ম আহ্বায়ক এবং আবদুল্লাহিল মাসুদকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইঞ্জিনিয়ার রুহুল আলম, অধ্যাপক আবুল কালাম আজাদ, খন্দকার শফিকুল হাসান রতন, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, মো. আকতারুজ্জামান গিয়াস, ইঞ্জিনিয়ার শরিফুজ্জামান শরিফ, মুহাম্মদ নূরনবী খান, ডা. মোহাম্মদ আলী, মো. রবিউল ইসলাম, ড. মো. রোকনুজ্জামান, অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব, অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ, মো. হুমায়ুন কবির, মো. শাহজাহান খান রবি, মো. আতাউল করিম আজীম, গিয়াস উদ্দিন এবং শেখ মো. আব্দুল কুদ্দুস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণসংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে কমিটি সার্বিক সমন্বয় ও দিকনির্দেশনা দেবে।