বান্দরবান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে বান্দরবানে বিক্ষুব্ধ জনতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার পর ২০ থেকে ৩০ জন যুবক রাজার মাঠ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে সাবেক মন্ত্রীর বাড়িতে প্রথমে ইট নিক্ষেপ করে। পরে তারা তার বাড়ির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে এলে বিক্ষুব্ধরা তাদের বাধা দেয়। পরে বাধ্য হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
বিক্ষুব্ধরা বাড়ির সামনে থাকা একটি গাড়ি এবং বাড়ির পেছনের ফটক দিয়ে প্রবেশ করে নিচতলার একটি অংশে অগ্নিসংযোগ করেন। পরে পরিস্থিতি খারাপের দিকে গেলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, বীর বাহাদুর উশৈসিং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পরপর ৭ বার এমপি নির্বাচিত হন। এছাড়া তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি নিজ বাসভবনেই আছেন।