ঢাকা: ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।
সিঙ্গাপুর প্রবাসীদের উদ্দেশ্য বার্তায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন। যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এই জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে। সিঙ্গাপুর প্রবাসী ভাইদের কে সিঙ্গাপুর এর আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানাচ্ছি। আমরা যার যার অবস্থান থেকে বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করি।