রংপুর: রংপুরে জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর নগরীর টাউন হল মোড়ে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে এবং টাউন হলে জড়ো হতে শুরু করেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা। জুমার নামাজ শেষ হতেই শুরু হয় গায়েবানা জানাজা, যেখানে সকলে মিলে হাদির রূহের মাগফেরাত কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, হাদির মৃত্যু তাদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে এবং তারা তার আদর্শকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করেছেন।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। রংপুরের বিভিন্ন উপজেলা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।