ঢাবি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগ দিতে শহিদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত হতে দেখা গেছে।
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ছাত্রদলের এক বিবৃতিতে বলা হয়েছে, পতিত ফ্যাসিস্টের লেলিয়ে দেওয়া খুনীদের গুলিতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, এই মৃত্যু এদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী বাংলাদেশপন্থী শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রয়োজনে খুনীদের এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা আবশ্যক।
এই দাবিতে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে। স্মারকলিপি প্রদানের উদ্দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা শহিদ মিনার প্রাঙ্গন থেকে যাত্রা শুরু করবে।