Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী‌তে অন্তঃসত্ত্বা গৃহবধূ‌কে গলা কে‌টে হত‌্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮

প্রতীকী ছবি।

রাজবাড়ী: রাজবাড়ী‌তে সুরাইয়া আক্তার (১৭) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ‌কে ব‌টি দি‌য়ে গলা কে‌টে হত‌্যা ক‌রে‌ছে দুবৃর্ত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজবাড়ী সদর উপ‌জেলার শহিদওহাবপুর ইউনিয়‌নের ধুলদী জয়পুর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

নিহত গৃহবধূ সুরাইয়া আক্তার ধুলদী জয়পুর গ্রা‌মের রেজাউল ইসলামের স্ত্রী এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে। চার মাস আগে তাদের বিবাহ হয়েছে বলে জানা গেছে।

নিহ‌তের ভাসুর মিজানুর রহমান জানান, ভো‌রে সুরাইয়া ঘুম থে‌কে উঠে ফজ‌রের নামাজ প‌ড়ে। এরপর তার শ্বাশু‌ড়ি হাঁট‌তে বের হলে উঠান ঝাড়ু দেয় সে। প‌রিবা‌রের অন‌্য সদস‌্যরা তখ‌ন ঘু‌মিয়ে ছিল। শ্বাশু‌ড়ি হাঁটা শেষ ক‌রে ফিরে সুরাইয়াকে খুঁজ‌তে থাকেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির প‌রে তারা বা‌ড়ির খ‌ড়ির ঘ‌রে তার রক্তাক্ত মর‌দেহ দেখ‌তে পায়। প‌রে পু‌লিশ এসে মর‌দেহ ঊদ্ধার ক‌রে।

বিজ্ঞাপন

নিহতের চাচা মো. ইউনুস ফকির জানান, ‘আমাদেরকে ফোন দিয়ে এই বাড়ি থেকে বলেছে সুরাইয়াকে বটি দিয়ে কারা যেনো কুপিয়েছে এবং ওকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ফরিদপুরে খোঁজ নিয়ে না দেখতে পেয়ে তাদেরকে ফোন দিলে তারা জানায়, রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। এরপর সদর হাসপাতালে এসেও দেখি নাই। তারপর বাড়িতে এসে দেখি ওর লাশ। মেয়েটিকে হত্যা করে কেনো আমাদের মিথ্যা বলল?’

সে আরো বলে, ‘দিনে মারল অথচ বাড়ির ভেতর থেকে কেউ সেটা দেখল না। আমি চাই সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার হোক।’

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খোন্দকার জিয়াউর রহমান ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ সদস্যদের ঘটনাস্থ‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর