Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্যবাদী শক্তির নীল নকশায় হাদিকে শহিদ করা হয়েছে: খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮

ঢাকা: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির নীল নকশায় পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদিকে শহিদ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমআ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে শহিদ ওসমান হাদির ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. কাদের বলেন, হাদিকে গুলি করে ভারতে পালিয়ে যাওয়া ঘাতকদেরকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যান্য জুলাইযোদ্ধা সহ দেশের সকল নাগরিকের সুরক্ষায় রাষ্ট্রকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে পতিত ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ধৈযের্র সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল প্রমুখ।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সহকারি অর্থ সম্পাদক জিল্লুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, মহানগরীর সহসভাপতি মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর