Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিছিল থেকে ফেরার পথে প্রাণ গেল শিবির নেতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮

নিহত শিবির নেতা মো. রাফিউল করিম। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ায় ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রাফিউল করিম (১৮)। তিনি শেরপুর শহরের শ্রী-রামপুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। নিহত রাফিউল করিম ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী ছিলেন।

রাফিউল শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা থেকে থেকে এবারের আলিম পরীক্ষায় অংশ নিয়ে (জিপিএ-৫) পেয়ে উর্ত্তীণ হন। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর শেরপুর বাসস্ট্যাণ্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহিদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। আর এই মিছিলে অংশ নেন শিবির নেতা রাফিউল করিম। কর্মসূচি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। একপর্যায়ে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর নামক স্থানে পৌছাঁলে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই শিবির নেতা।

ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল করিম শিবিরের সাথী ছিলেন। বাসটিকে চিহিৃত করে চালক-হেলপারকে আটক করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান তিনি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি শুনেছি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছেন। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান
১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০

আরো

সম্পর্কিত খবর