Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন বিএনপি নেতাদের

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪

রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল রোড) এলাকা পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা।

ঢাকা: দীর্ঘ নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তার আগমণকে স্মরণীয় করে রাখতে ২৫ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল রোড) এলাকায় এক বিশাল গণসংবর্ধনার পরিকল্পনা করেছে বিএনপি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার লক্ষ্যে প্রস্তাবিত ভেন্যু পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্যরা। পরিদর্শন দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সালাহউদ্দিন আহমদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে উপস্থিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর