Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলা-ভাঙচুর নয়, হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ: সারোয়ার তুষার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি: সংগৃহীত

ঢাকা: হামলা-ভাঙচুর নয়, ওসমান হাদি সাংস্কৃতিক জাগরণ চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ওসমান হাদি চেয়েছিলেন বিকল্প প্রতিষ্ঠান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। যেকোনো মূল্যে বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে বলেও জানান এনসিপির এই নেতা।

সারোয়ার তুষার বলেন, হাদির মরদেহ দেশে আসার আগেই যারা হাদির সঙ্গে বেঈমানি করে দেশে একটা নৈরাজ্যের দাবানল ছড়িয়ে দিতে চাচ্ছে, তাদের অন্তর্ঘাতমূলক তৎপরতার বিরুদ্ধে আমাদের থাকতে হবে। হামলা-ভাঙচুর নয়, হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ। বিকল্প প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গোটা দেশ যখন হাদির শোকে মুহ্যমান, তখন যারা পেছন থেকে এই স্যাবোটেজ করলেন, তারা দেশকে গভীর সংকটে ঠেলে দিতে চাচ্ছেন।

যেকোনো মূল্যে বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে। আমরা ভুলে যাব না হাদি নির্বাচন করতে চেয়েছিলেন। সরকারের মধ্যে ভেতরের কালসাপগুলো সুযোগ পেলেই ছোবল মারছে বলেও মন্তব্য করেন সারোয়ার তুষার।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহিদ শরীফ ওসমান হাদির।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর