গাজীপুর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চান্দরা চৌরাস্তা চত্বরে এসে শেষ হয়।
বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়া মুসল্লিরা একত্রিত হয়ে এই বিক্ষোভে অংশ নেন। মিছিল চলাকালে তারা ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত খুনিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।
তারা আরও বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার না করা হয়, তাহলে এই আন্দোলন আরও কঠোর ও বিস্তৃত কর্মসূচির মাধ্যমে অব্যাহত থাকবে। প্রয়োজনে রাজপথে দীর্ঘমেয়াদি আন্দোলনে যেতে তারা প্রস্তুত।