ঢাকা: রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাজধানীর তোপখানা রোডের উদীচী অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ৭টা ৪২ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। রাত ৭টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সবমিলে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’
শাহজাহান শিকদার বলেন, ‘রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।’