Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ঘটনায় জামায়াতের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫০

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো

ঢাকা: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইসলাম ধর্ম অবমাননা এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মানবতার বন্ধু হযরত মুহাম্মাদ (সা.) কে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা সমর্থিত নয়। ইসলাম কখনোই বিচারবহির্ভূত হত্যা, গণপিটুনি কিংবা সহিংসতার অনুমোদন দেয় না। অভিযোগ থাকলে তার নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে হবে- এটাই আইনের শাসনের মৌলিক নীতি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পক্ষে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।