Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১০:০৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১০:১০

অগ্নিসংযোগের পর বেলাল হোসেনের বাড়ি এবং নিহত শিশু আয়েশা।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘুমন্ত শিশু আয়েশার (৭) মৃত্যু হয়। দগ্ধ হয়েছেন আরও তিনজন।

শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও দুই শিশুকন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

দগ্ধ বেলাল হোসেন লক্ষ্মীপুর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, ‘নিজ ঘরে সপরিবারে ঘুমিয়ে ছিলেন বিএনপি নেতা বেলাল হোসেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, ‘নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, ‘বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের একটি অভিযোগ পাওয়া গেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও তিনজন অগ্নিদগ্ধ। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

আজ রাষ্ট্রীয় শোক
২০ ডিসেম্বর ২০২৫ ০৯:২২

লন্ডন গেলেন ডা. জুবাইদা রহমান
২০ ডিসেম্বর ২০২৫ ০৯:১১

আরো

সম্পর্কিত খবর