Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দীর মর্গে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১০:৪০ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১২:১১

ছবি: সংগৃহীত

ঢাকা: ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মর্গে নেওয়া হয়। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

ইনকিলাম মঞ্চ জানিয়েছে, সোহরাওয়ার্দীতে ময়নাতদন্ত শেষে হৃদরোগ ইনস্টিটিউটের সামনে মারকাজুল ইসলামের তত্বাবধানে গোসল করানো হবে। এরপর হাদির মরদেহ জানাজা করার জন্য নেওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে।

এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, জানাজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে খালি হাতে আসতে বলা হয়েছে। ড্রোণ উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মরদেহ দেখার কোনো সুযোগ থাকছে না। সকলকে নিয়ম-শৃঙ্খলা মানতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর