ঢাকা: জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আজ দুপুর ২টায়। আর মেট্রোরেলে করে তার জানাজায় অংশ নিতে মেট্রোরেলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত মেট্রোরেলে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, উত্তরা ও মিরপুর ১২ ও ১১ নম্বর থেকেই যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে মেট্রোরেল। ফলে পরবর্তী স্টেশন মিরপুর ১০ নম্বর, কাজিপাড়া ও শেওড়াপাড়া থেকে অন্যান্য যাত্রীরা মেট্রোরেলে উঠতে পারছেন না। এ ছাড়া, মতিঝিল থেকে ফার্মগেট আসা মেট্রোরেলে একই চিত্র দেখা গেছে।

ছবি: সারাবাংলা
এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে ঢাকায় পৌঁছায় ওসমান হাদির মরদেহ। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে। তার আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ফ্লাইটটি রওনা হয়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে হাদির মারা যাওয়ার খবর জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে এই ঘটনায় প্রধান আসামি ফয়সালকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।