Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৩

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের উদ্ধার করা ভারতীয় সিরাপ। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযানে চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন।

বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাত থেকে শনিবার (২০ ডিসেম্বর) তারিখ সকাল পর্যন্ত মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন সোনামসজিদ ও তেলকুপি বিওপিতে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ থেকে ৫০ গজের মধ্যে প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়কজাত অবস্থায় এসব নেশাজাতীয় সিরাপগুলো পাওয়া যায়।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় ‘চকো প্লাস সিরাপ এবং ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ইস্কুফ ডিএক্স’ সিরাপ। অভিযান চলাকালে রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত বিভিন্ন ধরনের ফেন্সিডিলের বিকল্প মোট ৩৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাকারবারিরা যতই নতুন কৌশল অবলম্বন করুক না কেন, সীমান্তে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর