Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৪৫০ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৫:১৪

বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

নওগাঁ: ‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠুক আগামীর প্রজন্ম’-এই স্লোগানে নওগাঁয় আইসিএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় নওগাঁ ইসলামীয়া ফাজিল মাদরাসায় নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকার ইসলামিক এডুকেশন সোসাইটি এই পরীক্ষার আয়োজন করে।

আয়োজকরা জানান, পরীক্ষায় নওগাঁর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে হতে পঞ্চম শ্রেণির সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে তিনজন এবং অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতি চারজনে একজনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।

এদিকে, বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ভবিষ্যৎ শিক্ষা জীবনে এই পরীক্ষা কাজে দেবে বলে জানান তারা।

বিজ্ঞাপন

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আ স ম সায়েম বলেন, ‘২০১৫ সাল থেকে প্রতিবছর আমরা এই পরীক্ষার আয়োজন করে আসছি। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। তারা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পায়। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতেই আমাদের এই আয়োজন।’

এসময় নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল হাই, সেক্রেটারি দেলোয়ার হোসাইন সাঈদ, জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আব্দুর রহিমসহ ফাউন্ডেশনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর