Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগনকে বৃদ্ধাঙ্গুলি দেখালে রাজনীতি হয় না: সালাউদ্দিন টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৪

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগনের জন্য রাজনীতি, তাই জনগনকে বৃদ্ধাঙ্গুলি দেখালে রাজনীতি হয় না। একটা দেশ শাসন করা চলে মাত্র। গণতন্ত্রকে লালন করতে পারলে বাংলাদেশ সঠিক ট্রেনে চলবে। বাংলাদেশে যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি গনতন্ত্রকে টেনে তুলেছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপি একমাত্র দল, জনগনকে সঙ্গে নিয়ে সকল সময়ে গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে মুল অবদান রেখেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষনা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। স্বৈরাচার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চব্বিশে আরেকটা আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলন। সে আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ছিল। সেই আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

বিজ্ঞাপন

গোপনে কারো সঙ্গে মিশে দেশকে অস্থিতিশীল করা, গুপ্তভাবে নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করাও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেন তিনি।

জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য দেন-জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামিম প্রমুখ।

শেষে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর