Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪

আটক আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাতভর অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২০ ডিসেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টা হতে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রুপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় পৃথক পাঁচটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকাসমূহ হতে আসাদুজ্জামান সবুজ (৩৪), মো. শাহীন আলম (৪৮), রবিউল ইসলাম লিটু (৫৮), শেখ আজহারুল ইসলাম (৬৭), বিদ্যুৎ বিশ্বাস (৬৬) এবং মো. শাহীনুর গাজী (৩৮)-কে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বলে জানা গেছে। আটক ব্যক্তিদের পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।