Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া অস্ত্র

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২

লুট হওয়া অস্ত্র উদ্ধার। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে লক্ষ্মীপুরে এক যুবকের বাড়ির মাটির নিচে। মাটি খুঁড়ে সেই অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর জেলা সদরে এক বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

এর আগে, গোপন তথ্যের ভিত্তিতে নগর পুলিশের ডিবি-পশ্চিম ইউনিটের একটি টিম ঢাকার শেরেবাংলানগর থানা এলাকা থেকে সুমন হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন, গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর হালিশহর থানা থেকে অস্ত্রটি লুট করা হয়েছিল। এ ঘটনায় আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরীর আটটি থানা ও আটটি ফাঁড়ি থেকে ৯৪৫টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে ৭৮০টি অস্ত্র।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর